এবার রাতের আকাশের দেখা যাবে এক অভূতপূর্ব দৃশ্য। পৃথিবীর দিকে ধেয়ে আসছে ধুমকেতু। তবে এই দৃশ্য দেখতে দূরবীনের প্রয়োজন নেই। বিজ্ঞানীরা জানাচ্ছেন, খালি চোখেই দেখা যাবে বিরল দৃশ্য।
বিজ্ঞানীদের কথায়, গত মার্চ মাসেই সেই ধুমকেতু আবিষ্কার করা হয়েছে। যার নাম C/2020 F3। আলোর ছটার পরিধি কয়েক কিলোমিটার দীর্ঘ। ১৪ জুলাই অর্থাৎ মঙ্গলবার থেকে আকাশে দেখা যাবে তাকে। বিজ্ঞানীরা জানিয়েছেন, মার্চ মাসে তাঁরা আঁচ পেয়েছিলেন সৌরমণ্ডলকে প্রদক্ষিণ করবে ধুমকেতু। উত্তর আকাশে খালি চোখে দেখা যাবে নিওওয়াইসকে।