পাইলট বিজেপিতেই নাকি নয়া দল গড়ে জোট?

0
2

রাজস্থানের রাজ্য- রাজনীতিতে নিজের ঘনিষ্ঠ ১৯ জন বিধায়কের সমর্থনের বিষয়ে বিজেপির সঙ্গে কথা চলছে শচিন পাইলটের। রাজধানী সূত্রে এই খবর ছড়ানোর পর প্রায় খাদের কিনারে রাজস্থানের কংগ্রেস সরকার। মধ্যপ্রদেশের মত গোষ্ঠীকোন্দলে এবার রাজস্থান ‘হাত’ছাড়া হতে চলেছে কংগ্রসের। গত দু-তিনদিনের রাজনৈতিক পরিস্থিতিতে এমন সম্ভাবনাই তীব্র হচ্ছে। মরুরাজ্যে মুখ্যমন্ত্রী গেহলট ও উপমুখ্যমন্ত্রী পাইলট এখন কার্যত শত্রু শিবিরের মত পরস্পরের প্রতিদ্বন্দ্বী।অশোক গেহলট বনাম শচিন পাইলট দ্বন্দ্বে উদ্বেগ বেড়েছে গান্ধি পরিবারের। সূত্রের খবর, ১৯ জন বিধায়কের সমর্থন নিয়ে বিজেপির সঙ্গে আলোচনা চালাচ্ছেন শচিন পাইলট। যদি তিনি শিবির বদল করেন, তাহলে চাপে পড়বে রাজ্যের গেহলট সরকার। জানা গিয়েছে, সম্প্রতি বিশেষ তদন্তকারী দল জিজ্ঞাসাবাদের জন্য শচিন পাইলটকে ডেকে পাঠিয়েছিল। রাজ্য সরকার ফেলতে তৎপর বিজেপি এই অভিযোগের সারবত্তা খুঁজতে গঠিত এই দল। এই সমন নিয়েই আরও চরমে গেহলট-পাইলট দ্বন্দ্ব। এখন শেষ মুহূর্তে দিল্লিতে সভানেত্রী সনিয়া গান্ধির সঙ্গে পাইলটের সম্ভাব্য বৈঠকের উপর অনেক কিছু নির্ভর করছে। এদিকে দল ভাঙানোর অভিযোগ উড়িয়ে বিজেপি জানিয়েছে, শচিন পাইলটকে মুখ্যমন্ত্রিত্বের প্রস্তাব দেওয়া হয়নি। আর পাইলট শিবির বলছে, তিনি আঞ্চলিক দল গড়বেন। কিন্তু বিজেপিতে যোগ দেবেন না।