নতুন নিয়মই গেরো, নইলে বোর্ডের সঙ্গে আইসিসির দায়িত্ব নিতেন সৌরভ

0
2

আইসিসি চেয়ারম্যান হচ্ছেন? বারবার এই প্রশ্ন ঘুরপাক খেয়েছে সৌরভকে কেন্দ্র করে। পরিষ্কার ভাষায় বিসিসিআই প্রেসিডেন্ট জানালেন, সবটাই ভারতীয় বোর্ড সিদ্ধান্ত নেবে। আইসিসির নিয়ম বদলেছে। চেয়ারম্যান হলে নিজের দেশের বোর্ডের কোনও পদে থাকা যাবে না। ফলে অসুবিধা তৈরি হয়েছে। সৌরভ পরিষ্কার করে জানিয়েছেন, এই অবস্থায় বোর্ড ছেড়ে যাওয়া ঠিক হবে না। তাছাড়া আমাকে ছাড়া হবে কিনা সেটাও জানি না। তবে আমার বয়স কম, এই সুযোগ আবার আসবে। আপাতত বোর্ডের এই সাম্মানিক কাজ মন দিয়ে করতে চাই।

জটিলতার কথা বোঝাতে গিয়ে বিসিসিআই প্রেসিডেন্ট বলেছেন, ভারতীয় বোর্ডের নিয়ম অনুযায়ী বোর্ডের একটাই পদে থাকা যাবে। দুটো পদে নয়। তবে বোর্ডের বাইরে অন্য পদে থাকা যাবে। অর্থাৎ আইসিসির চেয়ারম্যান হওয়া যাবে। আবার আইসিসির নিয়ম অনুযায়ী দুটো পদে থাকা যাবে না। অর্থাৎ চেয়ারম্যান হলে নিজের দেশের বোর্ডের কোনও পদে থাকা যাবে না।