নকল টাকার কথা তো শুনেছেন কিন্তু একটা ব্যাঙ্কের পুরো শাখাটি নকল এমন কখনও দেখেছেন কী? বেনজির এই ঘটনার সাক্ষী তামিলনাড়ু।
এখানকার কুড্ডালোরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জাল শাখা খুলে বসেছিল এক ব্যক্তি। তিন মাস চলেওছে সেই শাখা। অবশেষে জানতে পেরে গতকাল তা বন্ধ করেছে পুলিশ।
ভারতের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি নকল শাখা চালানোর অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে একজন এক প্রাক্তন এসবিআই কর্মীর ছেলে।
পুলিশ জানিয়েছে, তামিলনাড়ুর কুড্ডালোর জেলার পানরুটি শহরে একটি নকল এসবিআই শাখা চলছে বলে খবর পেয়েছিল তারা। তদন্তে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়ার পরই শনিবার ওই অভিযান চালানো হয়। ওই নকল ব্যাঙ্কটি বন্ধ করে দেওয়া হয়েছে। জানা গিয়েছে গ্রেফতার হওয়া ওই ব্যাঙ্ক কর্মীর ছেলে ব্যাঙ্কের বিভিন্ন কাজকর্মে দারুণ দক্ষ। তাই গত তিনমাস ধরে এই বড় মাপের জালিয়াতি কেউ ধরতে পারেনি। তবে পুলিশের দাবি, এখনও পর্যন্ত কোনও গ্রাহক ওই নকল এসবিআই-এর শাখায় অর্থ হারানোর অভিযোগ করেননি।
জানা গিয়েছে, পানরুটি শহরে আরও একটি এসবিআই-এর শাখা রয়েছে। সেখানকার কর্তাদেরেই প্রথম এক গ্রাহক ফোন করে ওই নকল শাখাটি কথা জানান । এরপরই এসবিআই-এর পক্ষ থেকে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। এই ঘটনায় গ্রেপ্তার হওয়া তিনজন হল কমল বাবু (১৯), এ কুমার (৪২) এবং এম মানিকম (৫২)। কমল বাবু-র বাবা এসবিআই-এরই কর্মচারী ছিলেন। তাঁর মা-ও অন্য এক ব্যাঙ্কের কর্মী ছিলেন, ২ বছর আগে অবসর নিয়েছেন।
কিন্তু কেন এই জালিয়াতি? কেনই বা জালিয়াতির জন্য বেছে নেওয়া হলো একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ককে? জানা গিয়েছে, এসবিআই-এর আর পাঁচটা শাখায় যে পরিকাঠামো থাকে, ওই নকল শাখায় তার সবই রয়েছে। কমল বাবু নকল ব্যাংকের জন্য লকার, প্রযুক্তিগত হার্ডওয়্যার এবং প্রয়োজনীয় সব নথিপত্র সংগ্রহ করেছিল। কমল বাবু জানিয়েছে, তার বাবার মৃত্যুর পর বাবার চাকরিটা পাওয়ার জন্য সে আবেদন করেছিল, কিন্তু লাল ফিতের জটে তা এখনও পায়নি সে।
তারপরই এই নকল শাখা খোলার পরিকল্পনা করে সে।
এমনকি সে জানিয়েছে, প্রতারণা নয় নিজের নামে একটি ব্যাঙ্ক খোলাই ছিল তার এই নকল শাখার উদ্দেশ্য। ওই ব্যক্তি আদৌ সুস্থ কিনা সেটাই এখন তদন্ত করে দেখছে পুলিশ।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.