“আমি বেঁচে আছি এখনও। কেউ আছেন? দয়া করে সাহায্য করুন আমায়।” কবরস্থানের ভেতর থেকেই হঠাৎ শোনা যাচ্ছে তীব্র আর্তনাদ। অথচ চারপাশে কেউ নেই। মাটির ভেতর থেকে শোনা যাচ্ছে আওয়াজ। যা ঘিরে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনা পাকিস্তানের পঞ্জাব প্রদেশের তান্ডলিয়ানওয়ালার।
কিন্তু কীভাবে জীবন্ত মানুষ কবরস্থানে পড়ে গেল? তা নিয়ে উঠছে প্রশ্ন। পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে খবর, যে ব্যক্তির কণ্ঠস্বর শোনা যাচ্ছিল তিনি এক পরিচিতকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন কবরস্থানে। হঠাৎই ধস নামে কবরস্থানে। সেই সময় মাটি চাপা পড়ে যান ওই ব্যক্তি। এরপরই চিৎকার করে সাহায্য চাইতে থাকেন তিনি।




























































































































