অমিতাভ বচ্চন ও অভিষেকের শারীরিক অবস্থা স্থিতিশীল। রাতে অমিতাভের ঘুম ভাল হয়েছে, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। আপাতত নানাবতী হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে তাঁকে। হাসপাতালে ভর্তি হওয়ার সময় বিগ বি-র শরীরে অক্সিজেনের মাত্রা ছিল ৯১। ২-৩ ঘণ্টা পর অবশ্য অক্সিজেনের মাত্রা স্বাভাবিক হয়ে যায়।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, অমিতাভ-অভিষেক – দু’জনেরই সংক্রমণ মৃদু। অমিতাভর সামান্য জ্বর ও শ্বাসকষ্ট রয়েছে। জয়া-ঐশ্বর্যর র্যাপিড টেস্টের রিপোর্ট নেগেটিভ। রয়েছেন হোম আইসোলেশনে।
বচ্চন পরিবারের কর্মচারীদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। প্রতীক্ষা, জলসা ও জন্নত – বচ্চন পরিবারের এই তিনটি বাংলোই জীবাণু মুক্ত করছে বৃহন্মুম্বই পুরসভা। গত কয়েকদিনে কারা তাঁদের সংস্পর্শে এসেছেন, তা জানতে আজ রবিবার বচ্চন পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন পুরসভার আধিকারিকরা।
জানা গিয়েছে , সম্প্রতি অমিতাভ বাড়ির বাইরে বেরিয়েছেন, এমন নজির নেই। তবে কাজের সূত্রে বাইরে বেরিয়ে ছিলেন অভিষেক ও বচ্চন পরিবারের কর্মচারীরা। তাঁদের থেকেই সংক্রমণ ছড়িয়েছে কিনা, তা জানার চেষ্টা চলছে। বর্ষীয়ান অভিনেতার শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সিনে মহল।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































