গুজরাতের পাতিদার আন্দোলনের নেতা হার্দিক পটেলকে রাজ্য দলের কার্যকরী সভাপতির পদে বসালো কংগ্রেস। দলীয় বিবৃতিতে এটি সোনিয়া গান্ধীর সিদ্ধান্ত বলা উল্লেখ করা হয়েছে ।
মাত্র ২৬ বছর বয়সী হার্দিক লোকসভা নির্বাচনের আগে গান্ধীনগরে এক জনসভায় রাহুল গান্ধীর উপস্থিতিতেই কংগ্রেসে যোগ দিয়েছিলেন।
কংগ্রেস সূত্রেজানা গিয়েছে, জাতপাতের সিদ্ধান্ত মেনেই এই সিদ্ধান্ত। অতীতে গুজরাতে ক্ষত্রিয়-হরিজন-মুসলমান-আদিবাসী ভোটের উপরেই ভরসা রাখত কংগ্রেস। অন্য দিকে, প্রভাবশালী পটেল বা পাতিদারদের ভোট এককাট্টা করে ক্ষমতায় টিকে থেকেছে বিজেপি। সেই আধিপত্যে ভাগ বসানোই কংগ্রেসের লক্ষ্য। বর্তমান পরিস্থিতিতে বিধানসভায় কংগ্রেসের দলনেতা পরেশ দানানি ও কার্যকরী সভাপতি হার্দিক দু’জনেই পাতিদার সম্প্রদায়ের।
কংগ্রেস সভাপতি হিসেবে রাহুল লোকসভা ভোটের আগে ওবিসি ক্ষত্রিয় সমাজের তরুণ নেতা অমিত চাভড়াকে রাজ্য সভাপতির দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু অমিতের আমলে বহু বিধায়ক দল ছেড়েছেন। তাই এ বার তাঁকে সরিয়ে হার্দিককে কার্যনির্বাহী সভাপতর দায়িত্বে নিয়ে আসা হল।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.