বিনোদন অমিতাভ বচ্চনের পর এবার করোনা আক্রান্ত অভিষেকও By EBBS Desk - July 12, 2020 0 2 FacebookTwitterPinterestWhatsApp অমিতাভ বচ্চনের পর এবার তাঁর ছেলে অভিনেতা অভিষেক বচ্চনও করোনা আক্রান্ত বলে জানা যাচ্ছে। অভিষেকের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁকেও মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে।