যখন স্বজনপোষণ বা নেপোটিজম নিয়ে তোলপাড় বলিউড, ঠিক সেই সময়ে এমন সিদ্ধান্ত নিচ্ছেন শাহেনশা অমিতাভ বচ্চন? আরও একবার স্বজনপোষণের চূড়ান্ত নিদর্শন বলিউডে? তবে কি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন ইন্ডাস্ট্রিতে থাকতে থাকতেই ‘নাতি’কে দাঁড় করিয়ে দিয়ে যাচ্ছেন ? জোর জল্পনা চলছে বলিউডে।
শ্বেতা বচ্চন নন্দার ছেলে অগস্ত্য নন্দা বচ্চন পা রাখতে চলেছেন বলিউডে? হ্যাঁ। এমনটাই শোনা যাচ্ছে। এই নিয়েই চলছে গুঞ্জন।
প্রতিভাবান অভিনেতা সু্শান্ত সিং রাজপুতের মৃত্যুর পরই নতুন করে তোলপাড় বলিউডে। কারণ স্বজনপোষণ বা নেপোটিজম। আর ঠিক এমন সময়েই টিনসেল টাউনে অমিতাভ বচ্চন ইন্ডাস্ট্রিতে নিয়ে আসছেন নাতিকে। তবে কি সামনের কোনও নতুন সিনেমাতেই দেখা যাবে অগস্ত্যকে?




























































































































