রাজ্যে ফের রেকর্ড করোনা সংক্রমণের, মৃত্যু পেরোলো ৯০০!

0
2

সারা দেশের মতো এ রাজ্যেও করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। আক্রান্ত হোক কিংবা মৃত্যু বাড়ছে লাফিয়ে। প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘন্টার রেকর্ড। এবার গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১,৩৪৪ জন। মৃত্যু হয়েছে ২৬ জনের। এখনও পর্যন্ত রাজ্য একদিনে যা সর্বাধিক। আজ, শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য ভবন আরও জানিয়েছে, এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮,৪৫৩ জন। অন্যদিকে, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯০৬। বুলেটিনে আরও জানানো হয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৯,৫৮৮। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৬১১ জন। ফলে পশ্চিমবঙ্গে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭,৯৫৯।