গ্রামবাসীদের বাধায় বাড়িতে ঢুকতে না পেরে শ্মশানে সন্তান নিয়ে রাত কাটালেন মহিলা

0
2

বাবার কাছে থাকতে এসে গ্রামবাসীদের বাধায় বাড়িতে ঢুকতে না পেরে শেষ পর্যন্ত শ্মশানে ঠাঁই হল এক গৃহবধূ ও তাঁর ছেলের। জানা গেছে, দিল্লির বাসিন্দা ওই গৃহবধূ শুক্রবার বিকেলে দিল্লি থেকে ফিরে উলুবেড়িয়ার রাজাপুর থানার অন্তর্গত বাসুদেবপুরে আসে। যদিও গ্রামবাসীরা করোনা আতঙ্কে ছেলে-সহ গৃহবধূকে গ্রামে ঢুকতে বাধা দেয়।

পরে ওই গৃহবধূ পাঁচলা থানার সাহাপুরে তাঁদের অন্য একটি বাড়িতে আশ্রয় নিতে গেলে সেখানেও তাঁকে ঢুকতে বাধা দেওয়া হয়। এরপর ওই গৃহবধূ ছেলেকে নিয়ে সারারাত পার্শ্ববর্তী এক শ্মশানে রাত্বকাটায়।

গৃহবধূর অভিযোগ, শুক্রবার বিকেল থেকে বিভিন্ন জায়গায় অভিযোগ জানালেও কোনও সুরাহা হয়নি। এমনকী, পুলিশকে জানালেও কোনও কাজ না হওয়ায় বাধ্য হয়ে সারারাত শ্মশানে কাটাতে হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত গৃহবধূ তাঁর ছেলেকে নিয়ে শ্মশানেই আছেন। পুলিশ ও প্রশাসনকে স্থানীয় বাসিন্দারা সমস্যা মেটাতে আবেদন জানিয়েছে। অবশেষে পুলিশের সাহায্যে ঘরে ঢোকানো হলো।