মোহনবাগান ঐতিহাসিক পদক্ষেপ নিয়েই নিয়েছে।
এখন ইস্টবেঙ্গলের পালা।
শুক্রবার “এখন বিশ্ব বাংলা সংবাদ” যা লিখেছিল, সেটাই সত্যি হতে চলেছে। সব ঠিকঠাক থাকলে 14 এপ্রিল রাতের মধ্যেই প্রাথমিক জট খোলার সুসংবাদ পাবেন লাল হলুদ জনতা।
সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায়।
ইতিমধ্যেই ইস্টবেঙ্গল মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিল। তিনি যথেষ্ট সক্রিয় ছিলেন।
বুধবার তিনি ফোনে কথা বলেন এআইএফএফ সভাপতি প্রফুল প্যাটেলের সঙ্গে। ইস্টবেঙ্গলকে সহযোগিতার জোরালো বার্তা দেন তিনি। এরপর শীর্ষমহল সক্রিয় হয়। কোয়েস কর্ণধারের কাছে খবর যায় আবার। সব মিলিয়ে কোয়েসের জট খোলার ফর্মুলা হয়। কোয়েস ইস্টবেঙ্গলের খেলার রাইট ফিরিয়ে দেবে। লাল হলুদ কর্তারাও জেদাজেদি করবেন না।
পাশাপাশি নতুন লগ্নিও আসার পথে। দুটি সংস্থা তৈরি। এখানেও সক্রিয় মমতা। তবে এরা মেজর শেয়ার কেনার মত অঙ্ক দেবে না। ফলে আপাতত স্পনসর হিসেবে থাকবে। এতে ভবিষ্যতে অনিশ্চয়তা থাকলেও এখনকার জট কাটবে।
কিন্তু এর বাইরেও একটি অভিনব মডেল প্রস্তুত রেখেছেন মমতা। যদি দরকার পড়ে, সেই মডেল কাজ করবে। সেটাও একটা ইতিহাস হবে।
আই এস এল খেলতে হলে ইস্টবেঙ্গলকে 15 জুলাইয়ের মধ্যে চিঠি দিয়ে জানাতে হবে তারা তৈরি। সূত্রের খবর, মমতা লাল হলুদ কর্তাদের বলেছেন, চিঠি দিয়ে দিতে। পরের অংশ আটকাবে না। সেই মত প্রস্তুতি চলছে।































































































































