বিশ্ব মহামারির পরিস্থিতিতে প্রযুক্তির ব্যবহার আরও বাড়াতে বলল সুপ্রিম কোর্ট। সংক্রমণের ভয়ে এবং লকডাউন পরিস্থিতির জন্য বহুক্ষেত্রে বাড়ি গিয়ে সমন বা নোটিশ ধরানো সম্ভব হচ্ছে না। তাই ডিজিটাল প্রযুক্তির সাহায্যে এবার আদালতের কাজ হবে বলে জানাল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে, বিশেষ পরিস্থিতিতে মামলার কাজে গতি আনতে এবার ব্যবহার করা হবে হোয়াটসঅ্যাপ, মেল বা ফ্যাক্সের মত ডিজিটাল মাধ্যম। এগুলির মাধ্যমে পাঠানো হবে আদালতের নোটিশ বা সমন। ব্যবহার করা যেতে পারে টেলিগ্রামও। সুপ্রিম কোর্ট জানাচ্ছে ইনস্ট্যান্ট মেসেঞ্জার সার্ভিস যেমন হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে দুটি নীল টিকের অর্থ প্রাপক সেই নোটিশ দেখেছেন। একইসঙ্গে
সুপ্রিম কোর্ট বলেছে, হোয়াটসঅ্যাপে পুরো নথি পাঠানোর পরেও মেল করতে হবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে, বিচারপতি সুভাষ রেড্ডি, বিচারপতি বোপান্নার বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। এই বিষয়ে আবেদন করেছিলেন দেশের অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপাল। সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চ বলে লকডাউনের মধ্যে বারবার পোস্ট অফিসে যাওয়া সম্ভব নয়। কিন্তু সঠিক সময়ে সমন পাঠাতে না পারার জন্য থেমে থাকছে মামলা। গতি কমে আসছে বিচারব্যবস্থার। তাই এই সিদ্ধান্ত।





























































































































