জন্মদিনে ৩৫টি বাচ্চাকে হার্ট সার্জারিতে আর্থিক সাহায্য ‘লিটল মাস্টার’এর

0
3

অতিমারির কারণে জন্মদিন পালন করবেন না বলে জানিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেটের ‘লিটল মাস্টার’ সুনীল গাভাসকর।

সুনীল গাভাসকর এদিন জানান, জন্মদিনে ৩৫ জন শিশুর হার্ট সার্জারিতে আর্থিক সাহায্য করবেন তিনি। খাড়ঘরের শ্রী সত্য সাঁই সঞ্জীবনী হাসপাতালের চাইল্ড হার্ট কেয়ারের ৩৫টি শিশুর হার্ট সার্জারির আর্থিক সাহায্য করবেন তিনি।

গতবছর একই কাজ করেছিলেন সুনীল গাভাসকর। তিনি জানিয়েছেন শিশুর সংখ্যা ৩৫ রাখার কারণ। জাতীয় দলের জার্সিতে যতগুলি সেঞ্চুরি করেছিলেন ততগুলি শিশুই। ৩৪টি টেস্ট ও একটি ওয়ান ডে সেঞ্চুরি করেছিলেন সুনীল।