বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকেই কনটেনমেন্ট জোনে শুরু হয়েছে কড়া লকডাউন। কলকাতার ২৫ টি জায়গাকে চিহ্নিত করে ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে কলকাতা পুলিশ। শুক্রবার, দুপুরে সেই অঞ্চলগুলি পরিদর্শন করলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। এলাকা ঘুরে দেখেন তিনি। কথা বলেন স্থানীয় পুলিশ আধিকারিকদের সঙ্গে। এরপর স্থানীয় বাসিন্দাদের নিয়ম মেনে চলতে এবং মাস্ক পরে বাইরে বেরোনোর পরামর্শ দেন। একইসঙ্গে পুলিশকেও পুলিশ কমিশনার জানান, কনটেনমেন্ট জোনের বাসিন্দাদের কী প্রয়োজন সেটা যেন তারা লক্ষ্য রাখে।
মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো কনটেনমেন্ট জোনে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ।





























































































































