করোনায় একদিনে হাজারের বেশি সংক্রমণ, মৃত্যুতেও ফের রেকর্ড বাংলায়

0
2

করোনা মোকাবিলায় আজ, বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে রাজ্যজুড়ে কন্টেনমেন্ট জোনগুলিতে ফের শুরু হয়েছে কঠোর লকডাউন। আর আজই করোনায় একদিনে হাজারের বেশি সংক্রমণ এবং মৃত্যুতেও ফের রেকর্ড গড়লো। বাংলা।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১০৮৮ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ২৭ জন করোনা রোগীর। রাজ্যে একদিনে সংক্রমণ ও মৃত্যুর হিসেবে এটিই এখনও পর্যন্ত সর্বাধিক। সব মিলিয়ে এ পর্যন্ত বাংলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৫৪। আর মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৫,৯১১। আজ, বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

এদিন স্বাস্থ্য ভবন আরও জানিয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৮,২৩১। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৫৩৫ জন। ফলে পশ্চিমবঙ্গে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে হল ১৬,৮২৬।