উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের দিনই স্কুল থেকে মার্কশিট-সার্টিফিকেট পাবে ছাত্রছাত্রীরা

0
2

করোনা আবহের মধ্যেই চলতি মাসের শেষ সপ্তাহে সম্ভবত ঘোষণা হতে চলেছে এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। প্রতিবারের মতো এবারও প্রথমে অনলাইনে ওয়েব সাইটের মাধ্যমে এই ফলাফল প্রকাশিত হবে। তারপর একই ধারা বজায় রেখে স্কুলগুলি থেকে ছাত্রছাত্রীদের মার্কশিট-সার্টিফিকেট তুলে দেওয়া হবে। এমনই সিদ্ধান্ত জানালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক দূরত্ব বিধি বজায় রেখেই ফলপ্রকাশের দিনই সংসদের ক্যাম্প অফিস থেকে স্কুলগুলির হাতে মার্কশিট ও সার্টিফিকেট তুলে দেওয়া হবে। স্কুলগুলো পরিস্থিতি অনুযায়ী ছাত্রছাত্রীদের তা বিতরণ দেবে। তবে এবার উচ্চমাধ্যমিকের কোনও মেধা তালিকা প্রকাশ করা হবে না বলেই জানা গিয়েছে।