ইস্টবেঙ্গলের স্পনসর সমস্যা মিটতে চলেছে? সূত্রের খবর, শতবর্ষে পা রাখা ক্লাবটিকে বাঁচাতে এগিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁর দ্বারস্থ হয়েছিল ইস্টবেঙ্গল। অসমর্থিত সূত্রের খবর, তাঁর পরামর্শেই এগিয়ে আসছে হর্ষ নেওটিয়ার সংস্থা। তারা লগ্নি করবে লাল হলুদে। অম্বুজার লোগো থাকতে পারে। দেবব্রত সরকাররা আলোচনা চালাচ্ছেন। তবে চূড়ান্ত কিছু জানা যায়নি। কোয়েসের সঙ্গেও জট খোলার কথা চলছে।





























































































































