বাবা-ভাই সহ কাশ্মীরে খুন বিজেপি নেতা

0
2

ভয়াবহ জঙ্গি হামলায় নিহত কাশ্মীরের তরুণ বিজেপি নেতা শেখ ওয়াসিম বারি। জঙ্গিরা একইসঙ্গে মেরেছে তাঁর বাবা ও ভাইকেও। বুধবার রাতে কাশ্মীরের বান্দিপোরায় এই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে উপত্যকায়। জানা গিয়েছে, বান্দিপোরা থানার ঠিক উল্টোদিকেই বাড়ি ওই বিজেপি নেতার। বাড়ির সামনে বসেছিলেন বিজেপি নেতা সহ তাঁর পরিবারের দুই সদস্য। তখনই ঘটে হামলা। নিহত তিনজনেরই মাথা লক্ষ্য করে গুলি ছোঁড়ে আততায়ীরা। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা যান তিনজন। মৃত বিজেপি নেতার বাবা বসির আহমেদ ও ভাই উমর বারি। বিজেপি নেতার আট দেহরক্ষীর কেউই সেসময় উপস্থিত ছিল না কেন তা নিয়ে তাদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনে তাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন জম্মু-কাশ্মীর পুলিশকর্তারা।

এদিনের ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, রাম মাধব, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং প্রমুখ। জঙ্গি কার্যকলাপের তীব্র নিন্দা করে শোক জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।