মানুষের দাবিতে পোস্টার হাতে অভিষেক

0
2

তৃণমূলের নতুন পোস্টার।

এবং তা সামনে এলো অভিনব উপায়ে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে ধরা পোস্টার সাড়া ফেলল সর্বত্র।
একটিতে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ; অন্যটিতে পেট্রোল ডিজেলের লাগাতার দাম বৃদ্ধির প্রতিবাদ।
সোশ্যাল মিডিয়া মারফৎ ছবি ছড়িয়েছে ব্যাপকভাবে। আসল পোস্টারও এসে যাবে।
বস্তুত লকডাউন বা এই অচলাবস্থার মধ্যেও মানুষের দাবি নিয়ে প্রচার ও লড়াইকে নতুন প্রযুক্তিতে সময়োপযোগী মডেলে নিয়ে গেছেন সাংসদ ও যুবনেতা। তৃণমূলের কর্মী সমর্থকদের তিনি জুগিয়ে চলেছেন প্রচারের লাইন ও উপাদান। এই ছবি সামনে আসার পর ঝড়ের গতিতে বাড়ছে লাইক ও শেয়ার। ” বাংলার যুবশক্তি” কর্মসূচি বেড়ে চলার সঙ্গে সঙ্গে এবার পোস্টার হাতে অভিষেকের ছবি রাজ্য রাজনীতিতে সুপারহিট।