এখনই মাঠে নামছেন না বিরাটরা, আইপিএল নিয়ে কী বললেন মহারাজ

0
2

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের ঢাকে কাঠি পড়েছে। কিন্তু তার জন্য ভারতীয় ক্রিকেটারদের মাঠে নামাতে চান না বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। কেন? সৌরভের কথায়, এই সময়ে ভারতের কোনও সিরিজ নেই। মুম্বই, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু, সব জায়গার পরিস্থিতিই যথাযথ নয়। এই অবস্থায় শুধু শুধু মাঠে নেমে ক্রিকেটাররা সমস্যা বাড়াবে কেন? ৬ মাস ক্রিকেটের বাইরে থাকলে মোটেই কোনও মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না।

যেভাবে ১১১ দিনের মাথায় ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ।শুরু হলো সেটা কতখানি যুক্তিযুক্ত? সৌরভের জবাব, এই পরিস্থিতির মাঝে খেলা শুরু হচ্ছে এটাই যথেষ্ট। তারজন্য যা যা করতে হয় করবে খেলোয়াড়রা। হাত মেলানো বা সেলিব্রেট নয় পরে করবে! সৌরভ এখনও জানেন না তাঁর পদের আয়ু বাড়বে কিনা। সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছেন। আইপিএলের ভবিষ্যৎ? হাফ সেঞ্চুরি থেকে মাত্র দুধাপ দূরে দাঁড়িয়ে বাংলার দাদা বললেন, আগে আইসিসি জানাক কবে বিশ্বকাপ করবে। বিশ্বকাপের।সিদ্ধান্তের উপর আইপিএলের ভবিষ্যত নির্ভর করছে। আইপিএল দেশের বাইরে করার সম্ভাবনা খারিজ করেননি মহারাজ।