করোনা আবহের মধ্যেই প্রশাসনিক বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। আপাতত সিদ্ধান্ত ভার্চুয়াল নয়, সরাসরি বৈঠক। আমফান দুর্নীতি নিয়ে যে জেলা দুটি বিরোধীদের টার্গেট, সেই দুটি জেলা উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনাকে নিয়ে বৈঠক। উত্তর ২৪ পরগণার বৈঠক হবে শুক্রবার, ১০জুলাই। ১০জুলাইয়ের বৈঠক নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশনে। দক্ষিণ ২৪পরগণার প্রশাসনিক বৈঠক সোমবার, ১৩জুলাই। হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। পঞ্চায়েত প্রধান, সভাপতি ও গ্রাম পঞ্চায়েতের সদস্যদের এই বৈঠকে ডাকা হচ্ছে। জেলার প্রশাসনিক কর্তারাও উপস্থিত থাকবেন। আলোচনার মুখ্য বিষয় আমফান ত্রাণ বন্টন নিয়ে। ত্রাণ নিয়ে কেন এত অভিযোগ, কোথায় গন্ডগোল সে নিয়ে আলোচনা হবে। থাকবেন জেলাশাসক, পুলিশ সুপারসহ আধিকারিকরা।
আমফান ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দক্ষিণ ২৪ পরগনা। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ভিডিও কনফারেন্সে জেলাশাসক, পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছেন। দুর্নীতির অভিযোগ সবচেয়ে বেশি রায়দিঘি, ক্যানিং, কুলতলিতে। দুই জেলার মন্ত্রীদের থাকতে বলা হচ্ছে। পরিস্থিতি এ জটিল, তা মুখ্যমন্ত্রীর সরাসরি বৈঠকের মধ্যেই প্রমাণিত।





























































































































