তিব্বতে বৌদ্ধদের শীর্ষ ধর্মগুরু দলাই লামার জন্মদিনে তিব্বতকে চিনের দখলমুক্ত করার দাবি উঠল। লাদাখে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই তিব্বতে চিন অতিরিক্ত সেনা
মোতায়েন করেছে। ১৯৫০-এ চিন তিব্বত দখল করে। ১৯৫৯ সাল থেকে উত্তর ভারতের ধরমশালায় দালাই লামা নির্বাসন জীবন শুরু করেন। নির্বাসন জীবনের আগে থেকেই অহিংসা ও সহিষ্ণুতার বার্তা দিচ্ছেন তিনি।
প্রসঙ্গত, লাদাখে চিনা আগ্রাসনের মধ্যেই দলাই লামা চিনের বিরুদ্ধে সরব হন। তিনি বলেন, “চিন হয়ত তিব্বত দখল করতে পেরেছে। কিন্তু আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারবে না। তিব্বতের বিভিন্ন অঞ্চলে দাঁড়িয়ে লাদাখে আগ্রাসন দেখিয়েছে চিন। তিব্বতবাসীরা এই আচরণ সমর্থন করে না।”




























































































































