বিতর্ক উস্কে ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা এবং হিন্দু মহাসভার নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী পালিত হল রাজভবনে। এই প্রথম কলকাতায় রাজভবনে উদযাপিত হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। আর তারপরেই রাজ্যপাল জগদীপ ধনকড় টুইট করে জানালেন, পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যেতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে এগোতে হবে।
জগদীপ ধনকড়ের এই কাজের ফলে তাঁর বিরুদ্ধে ওঠা শাসকদলের অভিযোগ আরও মজবুত হল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
টুইটে রাজ্যপাল ধনখড় লেখেন, রাজভবনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উদযাপন এক ঐতিহাসিক ঘটনা। জম্মু কাশ্মীরে 370 ধারা বিলোপ করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানানো হয়েছে।
বারবার জগদীপ ধনকড়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সাংবিধানিক পদে থেকেও তিনি বিজেপি কর্মীর মতো আচরণ করছেন। রাজ্য-রাজ্যপাল সংঘাতের ক্ষেত্রে শাসকদলের নেতৃত্ব বলেছেন, রাজভবনে বসে দল চালাচ্ছেন ধনকড়। রাজনৈতিক মহল মতে, তিনি যে সাংবিধানিক পদে থেকেও কোনও বিশেষ রঙের রাজনৈতিক দলের সমর্থন চালিয়ে যাচ্ছে তার প্রমাণ দিয়ে দিলেন নিজেই।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































