কলকাতায় সাইকেল চালানোর ৬টি রুট বা সাইক্লিং জোন চূড়ান্ত হলো৷ আরও ৬টি রুট চিহ্নিত করার কাজ চালাচ্ছে বেসরকারি এক সংস্থা৷
আপাতত চূড়ান্ত হওয়া ৬টি রুট বা সাইক্লিং জোন হলো :
◾হাওড়া থেকে ধর্মতলা
◾বেহালা-ধর্মতলা
◾বেহালা-সেক্টর ফাইভ
◾ধর্মতলা থেকে সল্টলেক
◾শিয়ালদহ থেকে ধর্মতলা
◾খিদিরপুর-হাওড়া
কলকাতা পুরসভার সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, শহরে ‘ডেডিকেটেড সাইকেল ট্র্যাক’ তৈরি করতে প্রতি রাস্তায় অন্তত দু’শতাংশ জায়গা প্রয়োজন। যে রুটগুলি প্রাথমিকভাবে স্থির করা হয়েছে, সেখানে কোন কোন রাস্তা দিয়ে সাইকেল চলবে, কোথায় কোথায় কীভাবে ক্রসিং লাইন টানা হবে, সেটা খতিয়ে দেখছে সমীক্ষক সংস্থা। সেই সব রাস্তা থেকে প্রয়োজনে পার্কিং লট সরানো হবে। পাশাপাশি সেইসব রাস্তার কিছু অংশে হকারদের দু’দিকের বদলে একদিকে সারিবদ্ধভাবে বসানোর ব্যবস্থা করবে প্রশাসন।
পথচারীদের যাতে কোনও সমস্যা না হয়, সে দিকেও খেয়াল রাখা হচ্ছে।





























































































































