ফের পতন সোনার দামে !  

0
2

ফের পতন সোনার দামে। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহের শুরুতেই সোনার দাম নামতে শুরু করায় বিনিয়োগকারীদের খানিকটা দুশ্চিন্তা বেড়েছে।

দেশে কোথায় কত সোনার দাম দেখে নিন…

সোমবার গোল্ড ফিচার্স ০.৩৬ শতাংশ পড়েছে। যার জেরে প্রতি ১০ গ্রাম সোনার দাম ১৭৪ টাকা সস্তা হয়েছে। ফলে সোনার দাম ১০ গ্রামে দাঁড়িয়েছে ৪৭, ৮৭২ টাকায়। বহু দিন বাদে সোনার দাম গিয়ে ঠেকেছে ৪৮ হাজার টাকার নিচে।

সোনার দাম কলকাতায় এদিন ছিল ২৪ ক্যারেটে ৪৮ হাজার ,৩৩০ টাকা। ২২ ক্যারেটে সোনার দাম ছিল ৪৭,২৭০ টাকা। এদিন সকালের সেশনে যদিও মনে করা হচ্ছিল যে খানিকটা উন্নতি হতে পারে সোনার দরের, তবে তা সেভাবে পরিলক্ষিত হয়নি।

সোনার দাম মুম্বইতে ২৪ ক্যারেটে ৪৭,৪৭০ টাকা। দিল্লিতে ২৪ ক্যারেটে ৪৮,৩৩০ টাকা। চেন্নাইতে ৫০,৮৬০ টাকা রয়েছে ২৪ ক্যারেটে। অন্যদিকে বাগিচা শহর বেঙ্গালুরুতে সোনার দাম ২৪ ক্যারেটে ৪৯,৭৭০ টাকা হয়েছে।

পাশপাশি রুপোর দামও এদিন পতনমুখী। প্রতি কেজিতে রুপোর দাম ১৭২ টাকা কমেছে। রিপোর দাম ০.৩৫ শতাংশ কমেছে প্রতি কেজিতে। ফলে রুপোর দাম গিয়ে দাঁড়িয়েছে ৪৯,০০৫ টাকা প্রতি কেজিতে।