জনবসতিহীন, ফাঁকা জায়গায় হতে পারে আউটডোর শুটিং। সোমবার নবান্নে টলিউডের সঙ্গে বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত অভিনেতা-অভিনেত্রী, পরিচালক আউটডোর শুটিংয়ে জোর দেন। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলেন, যেসব জায়গায় জনবসতি একেবারেই নেই, লোকের ভিড় এড়ানো যাবে- সেখানে নির্দিষ্ট বিধি মেনে আউটডোর শুটিং করা যাবে। তবে, এ ক্ষেত্রে স্থানীয় পুলিশ-প্রশাসনের সঙ্গে কথা বলে অনুমতি নিয়েই করতে হবে।
পাশাপাশি, তিনি জানান, ইকোপার্কগুলি এখন বন্ধ রয়েছে। চাইলে সেখানে শুটিং করা যেতে পারে। কিন্তু সে ক্ষেত্রেও পুলিশ অনুমতি নিতে হবে। একইসঙ্গে মর্নিংওয়াক ট্র্যাকে সকাল সাড়ে আটটার পর থেকে শুটিং করা যেতে পারে বলে প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই প্রস্তাবে খুশি রাজ চক্রবর্তী, পরমব্রত, সোহমরা।




























































































































