কানপুর কাণ্ডে নয়া মোড়, অভিযানের আগাম খবর ছিল বিকাশের কাছে!

0
10

কোনও চলচ্চিত্রের চিত্রনাট্যের বললেও কম বলা হবে। শুক্রবার ভোররাতে উত্তরপ্রদেশের কুখ্যাত দুষ্কৃতী বিকাশ দুবেকে পাকড়াও করতে গিয়ে ৮ পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। এরপরই ঘটনায় একাধিক তথ্য উঠে আসছে।

ওইদিন ভোররাতে পুলিশ গ্রামে ঢুকে দেখতে পায় একের পর এক আর্থ মুভার রাখা। গোটা গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, অভিযানের আগাম খবর ছিল বিকাশের কাছে। বিদ্যুৎ দফতরে তল্লাশি চালিয়ে পুলিশ জানতে পারে, সেই রাতে একটি নম্বর থেকে ফোন আসে। আর তাতে বলা হয়, যে বিক্রু অর্থাৎ বিকাশের গ্রামে যেন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে সেই ফোন নম্বর মিলিয়ে দেখা যায়, সেটি এক পুলিশ কর্মীর। এই প্রমাণ এসেছে উত্তরপ্রদেশ পুলিশের হাতে।

জানা গিয়েছে, বিক্রু গ্রাম সংলগ্ন এলাকার এসডিওকে হেফাজতে নিয়েছে পুলিশ। খুন সহ ৬০ অপরাধের মামলা বিকাশের মাথায় ঝুলছে। কিন্তু বিকাশ ওরফে শিবালী ডনকে উত্তরপ্রদেশ সরকার অপরাধীদের ‘টপ টেন’ তালিকায় রাখা হয়নি। স্পষ্টতই, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। থানার মধ্যে যে অপরাধী মন্ত্রীকে গুলি করে হত্যা করে, সে কীভাবে ছাড়া পায় তা নিয়েও প্রশ্ন উঠে আসছে।