প্লে স্টোর থেকে তথ্য চুরির অভিযোগে ২৫টি অ্যাপ সরাল গুগল

0
2

জাতীয় সুরক্ষার স্বার্থে ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে কেন্দ্র। এবার তথ্য চুরির অভিযোগে ২৫টি অ্যাপ সরিয়েছে গুগল। যার মধ্যে রয়েছে সুপার ওয়ালপেপার, ফ্ল্যাশ লাইট, প্যাডনাটেফ, ওয়ালপেপার লেভেলের মতো অ্যাপ। জানা গিয়েছে, সংশ্লিষ্ট অ্যাপগুলি ব্যবহারকারীর বিভিন্ন পাসওয়ার্ড সহ ব্যক্তিগত তথ্য সংগ্রহ করত।

এ বিষয়ে সাইবার বিশেষজ্ঞ সুশোভন মুখোপাধ্যায় বলেন, একটি অ্যাপ প্লে স্টোরে রাখতে প্রস্তুতকারককে ১৮৭৫ টাকা খরচ করতে। সংশ্লিষ্ট অ্যাপ কী ধরনের কাজ করবে তা নির্ণয় করার ক্ষমতা গুগলের নেই। এই অ্যাপগুলির মাধ্যমে সহজে ফেসবুকেও কানেক্ট করা যায়। সংশ্লিষ্ট অ্যাপগুলি গুগল সরালেও তিনি ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার পরামর্শ দিয়েছেন। তাঁর কথায়, যেসব অ্যাপ তথ্য চুরি করে সাধারণভাবে সেগুলি ব্যবহারকারীকে স্বল্প সময়ের জন্য আনন্দ দেয়। এই সুযোগকে কাজে লাগায় অ্যাপগুলি। অ্যাপ ডাউনলোড করার ক্ষেত্রে অবশ্যই সংশ্লিষ্ট অ্যাপের কাজ সম্পর্কে ব্যবহারকারীকে জানতে হবে।