দেশ জঙ্গিদের আইইডি বিস্ফোরণ, আহত জওয়ান By EBBS Desk - July 5, 2020 0 2 FacebookTwitterPinterestWhatsApp প্রতীকী ছবি আবার কাশ্মীরে জঙ্গিহানা। এবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামাতে আইইডি বিস্ফোরণ ঘটাল জঙ্গিরা। এর ফলে এক জওয়ান গুরুতর আহত হন। তার চিকিৎসা চলছে। ঘটনার পরেই এলাকাজুড়ে পাল্টা তল্লাশি এবং আক্রমণ চালায় সেনা জওয়ানরা। পাল্টা জঙ্গি মৃত্যুর খবর এখনও মেলেনি।