কোয়েস কর্ণধারের পাঠানো চিঠিতে বেশ চাপের মুখে ইস্টবেঙ্গল। শুক্রবার রাতে এআইএফএফ কে বিস্ফোরক চিঠি পাঠান অজিত আইজ্যাক। সেখানে তিনি স্পষ্ট করে দেন কোয়েসের সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তি এখনও বহাল।
কোয়েস কর্ণধারের এই চিঠির পর ইস্টবেঙ্গলের সমস্যা যে আরও বাড়ল, তা বলাই বাহুল্য। কারণ, কয়েকদিন আগেই নতুন কোম্পানিকে ক্লাব লাইসেন্সিংয়ের জন্য নথিভুক্ত করতে চেয়ে এআইএফএফ-কে চিঠি পাঠিয়েছিলেন ইস্টবেঙ্গলের সৈকত গঙ্গোপাধ্যায়। ওই চিঠি তাদের আইনি বিভাগে পাঠিয়ে দেয় ফেডারেশন। আইনি বিভাগ পরিষ্কার জানিয়ে দেয়, কোয়েসের সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তি ভঙ্গের নথি (Termination Agreement) দেখাতে হবে। যেভাবে কিংফিশারের সময় দেখিয়েছিল ইস্টবেঙ্গল। এই চিঠি পাওয়ার ১ ঘণ্টার মধ্যেই পাল্টা চিঠি লেখেন অজিত আইজ্যাক। কোয়েস কর্ণধারের যা মনোভাব তাতে সংশ্লিষ্ট মহল মনে করছে, চুক্তি ভঙ্গের প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হতে চলেছে। কোয়েস কর্ণধারের এই চিঠি যে লাল-হলুদ শিবিরে যথেষ্ট চাপের সৃষ্টি করেছে তা স্পষ্ট। এখন দেখার ক্লাবের তরফে কি পদক্ষেপ নেওয়া হয়।






























































































































