মহাকরণে দিনদুপুরে গুলি চালানোর ঘটনায় নয়া তথ্য। মানসিক অবসাদে ভুগছিলেন মৃত কনস্টেবল বিশ্বজিৎ কারক। তাঁর চিকিৎসা চলছিল বলে পুলিশ সূত্রে খবর। বিশ্বজিৎ কারকের স্ত্রী একটি সরকারি হাসপাতালের নার্স। ৫ নম্বর ব্যাটালিয়নের কর্মী বিশ্বজিৎ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা।
শুক্রবার বেলা ৩.৩৫ নাগাদ মহাকরণের ৬ নম্বর গেটে গুলি চলে। নিজেরই সার্ভিস রিভলবরের গুলিতে মৃত্যু হয় মহাকরণে কর্তব্যরত ওই পুলিশকর্মীর।
ঘটনাস্থলে যান হোমিসাইড শাখার অফিসার এবং ডিসি সেন্ট্রাল। আত্মহত্যা নাকি অসাবধানতা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে, প্রাথমিক তদন্তে অনুমান সম্ভবত আত্মহত্যাই করেছেন ওই বিশ্বজিৎ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তিনি যে মানসিক অবসাদে ভুগছিলেন তাই থেকেই কোনো সিদ্ধান্ত কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।




























































































































