শতাব্দী প্রাচীন মহমেডান স্পোর্টিং ক্লাবের নতুন সচিব হলেন ওয়াসিম আক্রম। ফুটবল সচিব পদের দায়িত্ব নিলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। বুধবার ক্লাবে কার্যনির্বাহী সমিতির বৈঠকে। ওই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
স্পষ্টতই পরিবার তন্ত্রের ছায়া থেকে বেরিয়ে এলো ক্লাব। পূর্বতন সচিব মহম্মদ কামরুদ্দিনকে কার্যনির্বাহী সমিতির সাধারণ সদস্য পদের দায়িত্ব দেওয়া হয়। ক্লাবের সহ-সভাপতি পদে হলেন ইশতিয়াক আহমেদ। দীপেন্দু বিশ্বাসকে সাহায্য করবেন বেলাল আহমেদ।
সুলতান আহমেদের মৃত্যুর পর সচিবের দায়িত্ব নেন কামরুদ্দিন। সুলতান আহমেদের ভাই ইকবাল আহমেদ দীর্ঘদিন ধরে অসুস্থ। নতুন কমিটিতে সুলতান আহমেদের পুত্র তাহা আহমেদ রইলেন সহ-সচিব পদেই। সুলতানের অন্য আরেক পুত্র তারিক আহমেদ কার্যনির্বাহী কমিটির সাধারণ সদস্য হিসেবে নিযুক্ত হলেন।
ক্লাব সচিব ওয়াসিম আক্রম বলেন,”আই লিগে খেলার মতো যোগ্যতা অর্জন করতে হবে। এই মুহূর্তে ক্লাবে স্পনসর নেই। ক্লাব কর্তারা প্রতিশ্রুতি দিয়েছেন তাঁরা দল গড়তে সাহায্য করবেন।” অন্যদিকে ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস জানান,”ফুটবলের মরশুম শুরু হওয়ার আগেই ক্লাবের বিভিন্ন দিকে নজর দিতে হবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ দিক মাঠ পরিচর্যা।”





























































































































