ভারতে ভয়ঙ্কর রূপ নিচ্ছে কোভিড-১৯। যত দিন যাচ্ছে, কোভিডের দাপট ততই বাড়ছে। আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। যেখানে আমি-আপনি কেউই নিরাপদ নয়। বাঁচতে হলে প্রতি মুহূর্তে সতর্ক-সচেতন-সুরক্ষিত থাকতে হবে। আশপাশের সকলকেও সচেতন করতে হবে। বিন্দুমাত্র উপসর্গ অনুভব করলে, তা পুষে না রেখে চিকিৎসকদের পরামর্শ নিতে হবে। তাহলেই একমাত্র এই অচেনা-অজানা-অদৃশ্য শত্রুর বিরুদ্ধে জয়ী হতে পারবে মানব সভ্যতা।
এই সবকিছুর মাঝেই মারণ ভাইরাস মোকাবিলায় নতুন দিশা দেখাচ্ছেন কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক ডাঃ কুণাল সরকার। এবার তিনি www.managecovidathome.com নামে নতুন এক ওয়েব সাইট প্রকাশ করলেন। ওয়েব সাইটের নামেই স্পষ্ট, নিজের বাড়ি বসেই আমরা কীভাবে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামিল হতে পারি।
ডাঃ সরকার এখন বিশ্ব বাংলা সংবাদকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে নতুন এই ওয়েব সাইট নিয়ে বিস্তারিত জানিয়েছেন। করোনা মোকাবিলায় এই ওয়েব সাইট কতটা ধারালো হাতিয়ার হতে পারে সে সম্পর্কেও ব্যাখ্যা করেছেন ডাঃ সরকার।
দেখে নিন www.managecovidathome.com ওয়েব সাইটের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে যা বললেন বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকার—





























































































































