লাদাখে চিনের সঙ্গে সংঘাতের জের এবার পড়তে চলেছে দেশের সড়ক নির্মাণেও বরাত খোয়াতে চলেছে চিনের সংস্থা। কোনও চিনা সংস্থাকে সড়ক নির্মাণের বরাত দেওয়া হবে না বলে জানিয়েছেন নীতিন গডকড়ি। যৌথ উদ্যোগে কোনও সড়ক নির্মাণের দায়িত্বও পাবে না কোনও চিনা সংস্থা।
এরই পাশাপাশি ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পেও কোনও চিনা সংস্থাকে বিনিয়োগ করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন গডকড়ি।
বুধবার সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে সড়ক, সড়ক পরিবহণ এবং ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প দফতরের মন্ত্রী গডকড়ি বলেছেন, ‘আমরা কোনও চিনা সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে সড়ক নির্মাণের অনুমতি দেব না। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, যৌথ উদ্যোগে কোনও চিনা সংস্থাকে কাজ করতে দেব না। এই ব্যাপারে আমরা অনড় অবস্থান নিতে চলেছি।’ খুব শীঘ্রই এই বিষয়ে নির্দেশিকা জারি করা হবে বলেও জানিয়েছেন গডকড়ী।নতুন করে কোনও টেন্ডারে চিনের কোনও সংস্থাকে অংশগ্রহণ নিতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি। তবে যে সমস্ত প্রকল্পের কাজ মাঝপথে, সেগুলো সম্পূর্ণ করতে দেওয়া হবে।
এর আগে বিএসএনএল চিনা সংস্থার বরাত বাতিল করেছিল। রেলের তরফে একই কাজ করা হয়। এরপর একই পথে হেঁটেছে মুম্বই মনোরেল। ওয়াকিবহাল মহলের মতে, কেন্দ্রের এই সিদ্ধান্ত চিনকে আর্থিকভাবে কোণঠাসা করবে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.