বিয়ের পরের সকালেই মায়ের দর্শনে কালীঘাট মন্দিরে হাজির নবদম্পতি

0
2

পূর্ব ঘোষণা অনুযায়ী, তিন মাসেরও বেশি সময় পর আজ, বুধবার সকাল থেকেই নিয়ম-বিধি মেনে খুলে গেল ঐতিহ্যবাহী কালীঘাট মন্দির। করোনা আবহের মধ্যেই মায়ের দর্শনের জন্য ভোর থেকে কালীঘাট মন্দির চত্বরে ভিড় জমিয়েছেন ভক্ত ও পুণ্যার্থীরা।

তবে সমস্ত সামাজিক দূরত্ব বিধি , স্বাস্থ্যবিধি এবং সরকারি নির্দেশিকা মেনেই দর্শনার্থীদের মায়ের মন্দিরে প্রবেশ করতে হচ্ছে। একসঙ্গে সর্বাধিক ১০ জনের বেশি দর্শনার্থী মায়ের মন্দিরে প্রবেশ করতে পারবেন না। একইসঙ্গে মন্দিরে প্রবেশ করার আগে সবাইকে জীবাণুমুক্ত হয়েই মায়ের দর্শনে যেতে হচ্ছে।

এদিকে মন্দির খুলতেই অনেকের মতোই মা’কে দর্শন করতে আসেন ফুলবাগানের নবদম্পতি। বিয়ের পরের সকালেই নবদম্পতি চলে আসেন কালীঘাটে মা’কে দর্শন করতে। যদিও মন্দির কর্তৃপক্ষ তরফে নির্দেশ, মন্দিরে প্রবেশ করতে হলে কোনও ফুলের ডালা নিয়ে প্রবেশ করা যাবে না। তাতে কোনও অসুবিধা নেই নবদম্পতির। বিয়ের পর তাঁরা মা’কে দূর থেকে দর্শন করেই আশীর্বাদ নিয়ে নতুন জীবন শুরু করতে চায়।