আরামবাগ টিভির সম্পাদক গ্রেপ্তার, বিতর্ক

0
2

আরামবাগ টিভির সম্পাদক সফিকুল ইসলাম গ্রেপ্তার হয়েছেন। সঙ্গে তাঁর স্ত্রী ও এক সহকর্মী। সাত দিনের পুলিশ হেফাজত হয়েছে তাঁর। অভিযোগ, শাসকবিরোধী ভূমিকার জন্য তিনি গ্রেপ্তার। তৃণমূল এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। রাজ্যপাল এর মধ্যে মন্তব্য করে বিতর্ক বাড়িয়েছেন। উল্লেখ্য, এর আগে এরা খবর করেছিল লকডাউনের মধ্যে ভুয়ো ক্লাবকে চেক দেওয়া হচ্ছে। ফেক নিউজের অভিযোগে মামলা হয়। আদালত বলেছিল সম্পাদককে গ্রেপ্তার না করে তদন্ত চালাতে হবে। তারপরে এখন অন্য কোনো মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। তৃণমূলের বক্তব্য, এই গ্রেপ্তারি কোনোভাবেই রাজনৈতিক নয়।