সতর্কতা বিধি মেনেই আজ রাজ্যে ‘হুল’ দিবসের অনুষ্ঠান

0
2

আজ, মঙ্গলবার, যাবতীয় সতর্কতা মেনে ঐতিহাসিক ‘হুল’ দিবস পালন করবে রাজ্যের আদিবাসী উন্নয়ন দফতর। সাঁওতাল বিদ্রোহের দুই অমর শহিদ সিধো ও কানহোর স্মরণে সরকারি মূল অনুষ্ঠানটি হবে ঝাড়গ্রামের কেচন্দা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। জানা গিয়েছে,

ঝাড়গ্রাম ছাড়াও ‘হুল’ দিবস পালিত হবে আরও ১৪টি এলাকায়৷ এগুলি হলো, বীরভূমের সিউড়ি, বাঁকুড়ার ছাতনা ও তালডাংরা, পুরুলিয়ার পুঞ্চা ও বলরামপুর, হুগলির পোলবা – দাদপুর ও গোঘাট ১, পশ্চিম মেদিনীপুর জেলার সদর শহর, পূর্ব বর্ধমানের বর্ধমান ২ ব্লক, পশ্চিম বর্ধমানের কাঁকসা ও সালানপুর, উত্তর দিনাজপুর জেলার করণদিঘি এবং দক্ষিণ দিনাজপুরের তপন।
সিদ্ধান্ত হয়েছে, উপস্থিত মানুষের মধ্যে কমপক্ষে ৬ ফুটের দূরত্ব বজায় রাখা হবে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, সংক্রমণ ঠেকাতে প্রতিটি অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পী এবং আমন্ত্রিত মিলিয়ে সর্বোচ্চ ২০০ জনকে থাকার অনুমতি দেওয়া হয়েছে। প্রবেশস্থলে প্রত্যেককে মাস্ক এবং স্যানিটাইজার দেওয়া হবে। মঞ্চেও শিল্পীরা সামাজিক দূরত্ব বজায় রাখবেন৷