অনন্তনাগে খতম আরও ২ জঙ্গি

0
2

অনন্তনাগে মঙ্গলবার সকালে আরও ২ জঙ্গিকে নিকেশ করা হয়েছে। সকাল থেকেই অনন্তনাগের ওয়াঘামায় চলছে নিরাপত্তাবাহিনী- জঙ্গিদের গুলি বিনিময়। এই গুলির লড়াইয়ে খতম হয়েছে আরও ২ জঙ্গিকে। এখনও পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি। এর আগে রবিবার পুলিস অনন্তনাগের কুলছোহার এলাকায় তল্লাশি অভিযান চালানোর সময় নিরাপত্তারক্ষীদের গুলিতে মারা যায় হিজবুল কমান্ডার মাসুদ-সহ ৩ জঙ্গি।