চিনের দালাল ওলি নজর ঘোরাতে এবার ভারতের দিকে আঙুল তুলছেন!

0
2

ভারতের সঙ্গে নেপালের সুদীর্ঘ সামাজিক- সাংস্কৃতিক সখ্যের ইতিহাস ও দুদেশের শান্তিপূর্ণ সহাবস্থানকে নস্যাৎ করে চিনের পুতুল হয়ে কাজ করছেন নেপালের বর্তমান প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। চিনের দালালি করে একদিকে চিনের সঙ্গে নেপালের সীমান্ত করিডরকে উন্মুক্ত করছেন অার অন্যদিকে ভারতের উত্তরাখণ্ডের তিনটি জায়গাকে একতরফা নেপালের সঙ্গে যুক্ত দেখিয়ে দেশের নয়া মানচিত্রের পক্ষে আইন পাশ করিয়েছেন। ক্ষমতা কুক্ষিগত করতে নেপাল কমিউনিস্ট পার্টির নেতা ওলি ভারতের সঙ্গে পায়ে পা দিয়ে ঝামেলা পাকানোর তাল খুঁজছেন। আর তাঁর এই দায়িত্বজ্ঞানহীন অাচরণের পিছনে চিনা কমিউনিস্ট পার্টির ইন্ধন স্পষ্ট। এবার সেই ওলি দাবি করেছেন, তাঁকে নেপালের ক্ষমতা থেকে সরাতে ভারত পরিকল্পনামাফিক চক্রান্ত শুরু করেছে। দিল্লিতে এই নিয়ে নানারকম ষড়যন্ত্রও চলছে। যদিও কীভাবে তা হচ্ছে তার সপক্ষে কোনও যুক্তি দিতে পারেননি ওলি। জানা গিয়েছে, তাঁর নিজের দলেই নেপালের প্রভাবশালী নেতা প্রচণ্ড সহ সংখ্যাগরিষ্ঠ সদস্যের তোপের মুখে পড়ে সহানুভূতি তৈরির চেষ্টায় ভারতকে কাল্পনিক শত্রু খাড়া করেছেন চিনের হাতের পুতুল ওলি।

ঘটনা হল, ভারতের এলাকা জুড়ে নেপালের নতুন মানচিত্র প্রকাশ করে জাতীয়তাবাদের হাওয়া তুলতে চাইলেও নেপালের প্রধানমন্ত্রীর আচরণে বিরক্ত তাঁর নিজের দলের নেতারাই। নেপাল কমিউনিস্ট পার্টিতে ওলির প্রতিদ্বন্দ্বী প্রচণ্ড তাঁর বিরুদ্ধে দলকে এড়িয়ে একনায়কতন্ত্র চালানোর অভিযোগ এনেছেন। ভারতের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করার চেষ্টাও তাঁরা ভাল চোখে দেখছেন না। এর পাশাপাশি ভারতের উপর নির্ভরতা কমিয়ে চিনের সঙ্গে গলাগলির পথে হাঁটার নীতি নিয়ে দেখা যাচ্ছে নেপালের বহু জায়গা ধীরে ধীরে চিন দখল করে নিয়েছে। বর্তমানে চিনের দালাল ওলি তা স্বীকার করতে না চাইলেও তাঁরই সরকারের কৃষিমন্ত্রক এই তথ্য ফাঁস করেছে। নেপালের জমি চিন দখল করার তথ্য সামনে অাসার পর যখন নেপালি কংগ্রেস ও অন্য বিরোধী দলগুলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সোচ্চার হয়েছে, তখন সহানুভূতির তাস খেলতে ওলি দিল্লির দিকে আঙুল তুলছেন। তাঁর অভিযোগ, দিল্লিতে বসে তাঁর সরকারে অস্থিরতা তৈরির চক্রান্ত হচ্ছে। কিন্তু ভারতের দিকে আঙুল তুলে নেপালি প্রধানমন্ত্রী নিজের কৃতকর্মের দায় কতদিন এড়িয়ে থাকতে পারেন তাই এখন দেখার।