আনলক-2: কনটেনমেন্ট জোনে ৩১ জুলাই পর্যন্ত লকডাউন, বাকি অংশে নয়া গাইডলাইন প্রকাশ

0
5

৩১ জুলাই পর্যন্ত কনটেনমেন্ট জোনে বজায় থাকবে লকডাউন দেশের বাকি অংশে আনলক 2 শুরু হচ্ছে পয়লা জুলাই থেকে। তার নতুন রূপরেখা প্রকাশ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কনটেনমেন্ট জোনে জারি থাকছে লকডাউনের নিয়ম-বিধি। কিন্তু তার বাইরে দেশের বাকি অংশের জন্য কী গাইড লাইন দেওয়া হয়েছে আনলক 2-তে?

• ৩১ জুলাই পর্যন্ত বন্ধ থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান, তবে অনলাইনে লেখাপড়া চলবে

• স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ ছাড়া আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ

• মেট্রো চলাচল বন্ধ

• বন্ধ থাকছে সিনেমা হল, জিম, ক্লাব, বিনোদন পার্ক, বার, প্রেক্ষাগৃহ এবং এই ধরনের যে কোনো ক্ষেত্র

• বন্ধ সব ধরনের বড় জমায়েত

• দেশের মধ্যে নিয়ন্ত্রিতভাবে ট্রেন এবং বিমান পরিষেবা চলবে

• নাইট কার্ফুর সময়সীমা কমালে কেন্দ্রও, রাত ১০ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত বহাল থাকবে নাইট কার্ফু

• জরুরি পরিষেবা ছাড়া আর কোন ধরনের যাতায়াত বা কাজ এই সময়ের মধ্যে করা যাবে না