নাটক করছে বিজেপি, পণ্য বয়কটের ডাক দিয়ে চিনের টাকা নিচ্ছে, অভিযোগ আপ নেতার

0
2

“বিজেপি এবং কেন্দ্র একদিকে চিনা পণ্য বয়কটের কথা বলছে, আর অন্যদিকে চিনের কাছ থেকেই ৫,‌৭০০ কোটি টাকার ঋণ নিচ্ছে”৷

মোদি সরকারকে এবার এভাবেই বিঁধলেন আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং৷ এক টুইটে আপ নেতা বলেছেন, “বিজেপির নাটক প্রশংসনীয়। আপনারা দেশকে বলছেন চিনকে বয়কট করতে আর মোদি সরকার চিনের থেকে ৫,৭০০ কোটি টাকার ঋণ নিয়ে বসে আছে। দেশের সীমান্তে জওয়ানরা শহিদ হচ্ছেন আর বিজেপি সরকার নমনীয় নীতি ধরে চলেছে।”
গত ১৯ জুন কেন্দ্রীয় অর্থমন্ত্রক ঘোষণা করে ভারত ও বেজিং–এর আর্থিক সংস্থা এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক বা AIIB-র মধ্যে এক চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, কোভিড–১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার জন্য বেজিং-এর ব্যাঙ্ক ৭৫০ মিলিয়ন মার্কিন ডলার বা ৬,৬৮৮ কোটি টাকা ভারতকে দেবে।

মোদি সরকারের এই ভূমিকাকেই ‘নাটক’ বলে তীব্র কটাক্ষ করেছেন আপ নেতা সঞ্জয় সিং৷