এবার মহানগরের ট্যাক্সিও প্যাকেজ চায়, নইলে ধর্মঘটই শেষ অস্ত্র

0
2

বাস, মিনিবাসের দাবিতে নাকাল রাজ্য প্রশাসন। তার মধ্যে এবার ট্যাক্সি অ্যাসোসিয়েশনগুলিও ক্ষোভে রাস্তায় নামল। একদিকে ডিজেলের দাম বৃদ্ধি অন্যদিকে খরচা বৃদ্ধির কারণে এখনই প্যাকেজ চায় বেঙ্গল ট্যাক্সি ইউনিয়ন। সংগঠনের পক্ষে বিমল গুহ বলেন, বাসের মতো আমরাও প্যাকেজ চাই। প্যাকেজ না দিলে আমরা ১৮হাজার ট্যাক্সি তুলে নিতে বাধ্য থাকব তাই নয়, আত্মহত্যা করা ছাড়া কোনও উপায় থাকবে না। এখন ট্যাক্সিতে চাপলেই ৩০টাকা দিতে হয়। ট্যাক্সি অ্যাসোসিয়েশনের দাবি, এই টাকা বাড়িয়ে করতে হবে ৫০। দেখার বিষয় রাজ্যের সঙ্গে বৈঠকে কী সিদ্ধান্ত হয়।