মাথা গরম করে নয়, তৃণমূলের ভালো দিক তুলে ধরে, মোদি সরকারের খামতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে রাজ্যবাসী মন জয় করতে হবে- দুবরাজপুরের কর্মিসভায় বার্তা তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। অনুব্রত বলেন, “বিজেপি একটা মাথামোটার দল। সবসময় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। পশ্চিমবঙ্গে ওরা সফল হবে না”।
তেলের দাম বৃদ্ধি থেকে সাম্প্রদায়িক রাজনীতি নিয়ে প্রধানমন্ত্রীকে তুলোধোনা করেন তৃণমূল জেলা সভাপতি।
পাশাপাশি, কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ২০২১-এর ভোটে সবাইকে একসাথে লড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার মুখ্যমন্ত্রীর আসনে বসতে হবে। দলের মধ্যে মনোমালিন্য রাখলে চলবে না। বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে হবে কেন তৃণমূলকে ভোট দিয়ে ক্ষমতায় রাখতে হবে।
পেট্রোপণ্যে টানা মূল্যবৃদ্ধি নিয়েও প্রধানমন্ত্রীকে নিশানা করেন অনুব্রত মণ্ডল।





























































































































