এবার গলায় গামছা বাঁধা অবস্থায় কিশোরীর দেহ উদ্ধার! মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

0
2

শহরে ফের এক অস্বাভাবিক মৃত্যু। এবার গলায় গামছা বাঁধা অবস্থায় কিশোরীর দেহ উদ্ধার! ঘটনা পূর্ব যাদবপুর থানা অঞ্চলের। আত্মহত্যা, দুর্ঘটনা নাকি খুন? ধন্দে পরিবার। ধন্দে পুলিশ।

জানা গিয়েছে, গলায় গামছা বাঁধা অবস্থায় ১২ বছরের ওই স্কুল ছাত্রীর নিথর দেহ ঘরের বিছানার উপর পড়েছিল।বাড়িতে ওই সময় তার বাবা-মা ছিলেন না। যে কায়দায় গলায় ফাঁস লাগা ছিল, সেটাই ভাবাচ্ছে পুলিশকে। পরিবারের লোকেদের মধ্যেও তৈরি হয়েছে ধোঁয়াশা। আর রহস্য দানা বাঁধছে সেখানেই। কোনও মানসিক অবসাদে আত্মহত্যা, নাকি খেলার ছলে গলায় ফাঁস লেগে দুর্ঘটনায় মৃত্যু? হত্যা নয় তো? কিশোরীর রহস্য মৃত্যুর উত্তর খুঁজছে পুলিশ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মেয়ের আবদার মেটাতে সম্প্রতি তাকে মোবাইল কিনে দিয়েছিলেন বাবা। পরিবারের দাবি, মোবাইল পেয়ে বেশ খুশিই ছিল ওই কিশোরী। এমনকী এদিন সকালেও ফোনের বিভিন্ন ফিল্টার ব্যবহার করে মজাদার ছবিও তুলছিল ছাত্রীটি। মৃত্যুর পর মোবাইলে তাঁর আজই তোলা হাসিখুশি ছবি মিলেছে গ্যালারি থেকে। ফলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কিশোরী মানসিক অবসাদগ্রস্ত ছিল বলে মনে হচ্ছে না। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃত্যু রহস্য মোচনে তদন্তে নেমেছে পুলিশ পরিবারের ও পরিচিত লোকদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।