মহামারী সংক্রমণে অতঙ্কিত গোটা দুনিয়া। তাতে নির্বাচনী প্রচার বন্ধ রাখা যায় না। এদিকে সামাজিক দূরত্ববিধি মেনে চলতে গেলে প্রচারসভা ফাঁকা থাকছে। মার্কিন প্রেসিডেন্টের জনসভা তাই ফাঁকা না থাকার উপায় বের করা হল। জনসভার চেয়ার থেকে ‘do not sit here’-এর স্টিকার ছিঁড়ে ফেললেন জনসভার প্রচারের দায়িত্বে থাকা সংস্থার কর্মীরা। এমনই অভিযোগ করেছে আমেরিকারই এক সংবাদমাধ্যম। তাঁদের কথায়, ডোনাল্ড ট্রাম্প তাঁর জনসভায় মোটেও সামাজিক দূরত্বের বিধিনিষেধ মানছেন না।
প্রসঙ্গত, গত ২০ জুন ওকলাহোমার টালসায় ব্যাঙ্ক অব ওকলাহোমা সেন্টারে জনসভা করেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে করোনায় কার্যত জর্জরিত টালসা। হু হু করে বাড়ছে সংক্রমণ। তাই জনসভায় সামাজিক দূরত্ব বজায় রাখতে ১৯ হাজার আসনের ওই স্টেডিয়ামে একটি করে আসন ছেড়ে লোকজনকে বসানোর নির্দেশ দেওয়া হয়। মাঝের ওই চেয়ারগুলিতে লাগিয়ে দেওয়া হয় ‘ডু নট সিট হিয়ার প্লিজ’ স্টিকারও। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারের দায়িত্বে থাকা সংস্থা স্টিকারগুলি তুলে ফেলে বলে অভিযোগ করেছে একটি মার্কিন সংবাদপত্র ।




























































































































