এবার অনলাইনে পণ্য বিক্রির বাজারে ঢুকছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইণ্ডিয়া৷
এ জন্য একটি ই-কমার্স পোর্টাল তৈরি করছে এসবিআই৷ মূলত MSME বা ক্ষুদ্র, ছোট ও মাঝারি সংস্থাগুলির তৈরি পণ্য বিক্রি করা হবে এই পোর্টালের মাধ্যমে।এসবিআই এবং কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে পরিচালিত এই পোর্টালটির নাম ‘ভারত ক্র্যাফট’৷
সিআইআই আয়োজিত এক ভার্চুয়াল বৈঠকে শনিবার এসবিআই চেয়ারম্যান রজনীশ কুমার
জানিয়েছেন, এসবিআই এবং কেন্দ্রের যৌথ উদ্যোগে পরিচালিত হবে এই ‘ভারত ক্র্যাফট’৷
পরিকল্পনা অনুসারে কাজ চলছে। খুব শীঘ্রই এই প্ল্যাটফর্মের কাজ শুরু করা হবে”। চেয়ারম্যান বলেছেন, “MSME মন্ত্রী নীতিন গড়করি একবার ‘ভারত ক্র্যাফট’ তৈরির কথা বলেছিলেন। আমরা সেই বিষয়টিকেই গুরুত্ব দিচ্ছি। এতে অনেক উপাদান এক সঙ্গে রাখা হবে।” অনলাইন প্ল্যাটফর্মটি ঠিক কবে নাগাদ শুরু হতে পারে, তা বলেননি রজনীশ।































































































































