বাস-ভাড়া জটিলতা বাড়িয়ে বাস মালিকরা জানালেন, ভর্তুকি চাই না!

0
3

বাস ভাড়া নিয়ে আবার জটিলতা। শুক্রবারে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে জানিয়েছিলেন, বেসরকারি বাস-মিনিবাসগুলিকে প্রতিমাসে ১৫ হাজার টাকা করে ভর্তুকি দেবে সরকার। ভর্তুকি পর্ব চলবে তিন মাস অর্থাৎ জুলাই, অগাস্ট সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু রাজ্যের এই প্রস্তাব ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বাতিল করল বাস মালিক সংগঠনগুলি। শনিবার সংগঠনগুলি বৈঠকে বসে। সেখান থেকেই জানানো হয় ভর্তুকি নয়, বেসরকারি বাস রাস্তায় নামাতে গেলে সরকারকে বাস ভাড়া বাড়াতে হবে। ফলে ১ জুলাই থেকে বাস চলাচল স্বাভাবিক হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল তা ফের বিশবাঁও জলে। বাস সংগঠন জয়েন্ট বাস সিন্ডিকেটের নেতা তপন বন্দ্যোপাধ্যায় জানান, প্রতিদিন ৫০০ টাকা ভর্তুকি আমরা চাই না। আমরা চাই বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাড়া বারুক। নইলে বাস চালানো সম্ভব হবে না। সরকার আমাদের পরিস্থিতি বুঝতে পারবে বলে আশা করছি।