‘স্বাস্থ্যসাথী’র আওতায় ভেলোরের সিএমসি: মুখ্যমন্ত্রী

0
2

তামিলনাড়ুর ভেলোরে ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজ বা সিএমসিতে চিকিৎসার জন্য যান অনেকেই। সারা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকেও ভেলোরে গিয়ে চিকিৎসা করানোর সংখ্যা কম নয়। এবার থেকে রাজ্য সরকারের প্রকল্প ‘স্বাস্থ্যসাথী’র আওতায় চলে এল ভেলোরের সিএমসি।

শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আমরা আরও দুটি হাসপাতালকে যোগ করা হচ্ছে। যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে তাঁরা ওই দুই হাসপাতালে পরিষেবা পাবেন। একটি হল ভেলোরের সিএমসি এবং অন্যটি হল দিল্লির এইমস।”

প্রসঙ্গত, ভেলোরে চিকিৎসা করাতে গিয়ে রাজ্যের বহু মানুষ আটকেও পড়েছিলেন। লকডাউন পর্বে তাঁদের ফেরানোর জন্য রেলের কাছে আবেদন জানিয়েছিল রাজ্য। ভেলোর ও বেঙ্গালুরুতে চিকিৎসার জন্য যাওয়া রাজ্যের বহু মানুষকে বিশেষ ট্রেনে ফেরানো হয়।