নাবালিকাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ। উত্তেজনা উত্তর ২৪ পরগনার গাইঘাটা ফুলসরা গ্রাম পঞ্চায়েতের বকচারা পারুইপাড়া এলাকায়। অভিযোগ, শুক্রবার রাতে, এক বিজেপি সমর্থকের নাবালিকা কন্যাকে কুপ্রস্তাব দেন এলাকার এক তৃণমূল সমর্থক। প্রতিবাদ করতে গেলে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। লাঠি, দা নিয়ে মারামারি বেধে যায়। ঘটনায় দুই পক্ষের ছ’জন আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর।
তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তোলেন বিজেপির পঞ্চায়েত সদস্য।
অন্যদিকে বনগাঁ দক্ষিণ বিধানসভা তৃণমূলের বিধায়ক সুরজিৎকুমার বিশ্বাস দাবি করেন, ফুলসারা গ্রাম পঞ্চায়েতের বকচরা পাড়ুই পাড়াতে আক্রান্ত হয়েছেন তাঁর দলের কর্মী-সমর্থকরাই। ঘটনায় 8 জনকে ধরা হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত থাকায় রাতেই গ্রামে পুলিশের টহলদারি শুরু হয়েছে।





























































































































